২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
জিহ্বায় নানা ধরনের রোগ দেখা দিতে পারে। অ্যাপথাস আলসার, টিউবারকুলাস আলসার, সিফিলিটিক আলসার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আলসার জিহ্বায় দেখা যেতে পারে। আবার সাধারণ প্রদাহ থেকে শুরু করে জিহ্বায় বিভিন্ন ধরনের প্রদাহ দেখা যেতে পারে। কিন্তু সমস্যা হলো রোগীদের দুশ্চিন্তা এবং রোগ নির্ণয়ে যদি কোনো ব্যর্থতা পরিলক্ষিত হয় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়ে। এক সময় বার বার রোগীর অ্যাপথাস আলসার হতে থাকে যদিও প্রাথমিকভাবে রোগটি ছিল না।
জিহ্বার একেবারে পেছনে কিছু অসম উঁচু জায়গা দেখা যায় যাকে লিংগুয়াল ফলিকলস্ বলা হয়। লিংগুয়াল ফলিকলসগুলোকে এক সঙ্গে লিংগুয়াল টনসিল বলে। অনেক রোগীকে এ লিংগুয়াল টনসিল নিয়েও দুশ্চিন্তা করতে দেখা যায়। উদ্বেগ এবং উৎকণ্ঠায় অনেক সময় রোগীর রাতে ঘুম আসে না। অনেকের জিহ্বা স্বাভাবিকের চেয়ে আকারে বড় হয়ে থাকে, যা ম্যাক্রোগ্লসিয়া নামে পরিচিত। জিহ্বা বড় থাকলে অনেক সময় জিহ্বার পাশে দাঁতের দাগ বসে যেতে দেখা যায় বা কোনো দাঁত ধারালো থাকলে জিহ্বার ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে এসব সমস্যা থেকে সহজেই আরোগ্য লাভ করা যায়।
জিহ্বার ফলেট প্যাপিলার প্রদাহ যা ফলেট প্যাপিলাইটিস নামে পরিচিত তা থাকলে রোগীর খাদ্য গ্রহণে সমস্যা দেখা যায়। বিশেষ করে ঝালজাতীয় খাদ্য। ফলেট প্যাপিলার প্রদাহ যখন জিহ্বার পিছনে একদিকে হয় আবার অন্য পার্শ্ব পুরোপুরি স্বাভাবিক তখন রোগীরা আরো আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু এ ধরনের সমস্যা আমাদের দেশে কম নয়। কিন্তু নিয়ম অনুযায়ী চললে এবং ওষুধ সেবনের মাধ্যমে সমস্যাটির সমাধান করা যায়। জিহ্বার ঘা বা আলসার কোনোভাবেই ভালো না হলে বা দীর্ঘদিন হলে বায়োপসি করে রোগ নির্ণয় করা হয়। কিন্তু জিহ্বা কেটে বায়োপসি করার আগে অবশ্যই রোগীর শরীরে অন্য কোনো রোগ আছে কিনা তা পরীক্ষা করা একান্ত জরুরি। বিশেষ করে যাদের বয়স একটু বেশি তাদের ডায়াবেটিস আছে কিনা তা দেখে নেয়া ভালো। আবার কেউ যদি বিষণœতায় ভোগেন তার চিকিৎসা গ্রহণ করতে হবে দ্রুত।
ষ ডা. মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল : ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।