Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে: রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ১:১৬ পিএম | আপডেট : ১:৪৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২২

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের লাভ হচ্ছে। কারণ, ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়ান গ্যাসের ওপর নির্ভর না করে মার্কিন এলএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) ক্রয় করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য জানিয়েছেন।

সোমবার আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ‘রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউরোপ এখন কেবল রুশ গ্যাসের ওপর নির্ভরতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এলএনজি-র ওপর নির্ভরতার দিকে চলে গেছে।’

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র কীভাবে লাভবান হচ্ছে ওই বিষয়ে রসিয়া-১ টিভির সঙ্গে এক সাক্ষাত্কারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘মার্কিন এলএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) ক্রয় করে ইউরোপ এবার যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা বাড়িয়েছে। কিন্তু, এ সম্পর্কে তেমন পারস্পরিক আদান-প্রদান নেই। মূলত, এতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই লাভ হচ্ছে।’

পেসকভ বলেন, ইউরোপীয়দের রাশিয়ার ওপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার আকাঙ্ক্ষা সম্পূর্ণ অযৌক্তিক ও হাস্যকর। এটা এক ধরনের পাগলামি। কারণ, ইউরোপের ওই সিদ্ধান্তের কারণে তারা প্রতিদিন বিলিয়ন-বিলিয়ন ইউরো হারাচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিলিয়ন-বিলিয়ন ডলার উপার্জন করছে।

তবে পেসকভ এ কথাও স্বীকার করেছেন যে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যেকার সম্পর্ক দ্বন্দ্বাত্মক হয়ে উঠেছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আগে রাশিয়া ইউরোপের প্রায় ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করত। এরপর অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ গ্যাসের প্রবাহ হ্রাস পেয়েছে। এখন জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

এমন সংকটময় পরিস্থিতিতে মার্কিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা বেড়েছে। ইউরোপীয় ক্রেতারা রাশিয়ান গ্যাসের বিকল্প খোঁজার কারণে এ পণ্যের মার্কিন উৎপাদকরা সেখানে তাদের রফতানি বাড়িয়েছে। সূত্র : আনাদোলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ