Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের স্কুলে শিক্ষার্থীদের প্রাইভেট না পড়ানো

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ এএম

বেশ কিছু দিন পূর্বে একাধিক দৈনিক পত্রিকায় একটি সংবাদ পড়ে ছিলাম। যেখানে বলা হয়েছিল, নিজের বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবেন না। শিক্ষার্থীরাও নিজের স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারবে না। আইনটি কার্যকর হলে শিক্ষার মান অনেক উন্নত হবে। কারণ, একটি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষক, ছাত্র-শিক্ষকের মধ্যে মন কষাকষি হয় এই প্রাইভেট নিয়েই। স্কুলে ৯০% থেকে ৯৫% সমস্যা দূর হবে এই আইনটি কার্যকর হলে। শিক্ষার্থীরা শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় অনেকগুলো কারণে। শুধুমাত্র পড়া শিখতে যায়, এর সংখ্যা খুবই কম। কেউ পড়তে যায় তার বন্ধু ঐ শিক্ষকের কাছে পড়ে সেই কারণে। কেউ পড়তে যায় তার বন্ধু বা বান্ধবী ঐ স্যারের কাছে পড়ে সেই কারণে। কেউ পড়তে যায় স্যারের কাছে প্রশ্ন পাওয়ার আশায়। কেউ কেউ আবার পড়তে যায় স্যারের ভয়ে। স্যার যদি পরিক্ষার সময় তার কোনো ক্ষতি করে! এ ছাড়া আরও অনেক কারণ কাজ করে এই প্রাইভেট পড়ার ক্ষেত্রে। দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত) হিসবে দায়িত্ব পালন করার কারণে এই বাস্তব বিষয়গুলো আমার দেখার ও জানার সুযোগ হয়েছে। অপরদিকে নতুন নিয়ম অনুযায়ী, ভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে গেলে শিক্ষকের নিজের মেধার উন্নতিও ঘটবে এবং ঐ শিক্ষকের শিক্ষকতার গুণগত মানও বৃদ্ধি পাবে। এতে করে শিক্ষক, শিক্ষার্থী এবং দেশ উপকৃত হবে। কারণ, নিজের স্কুলের ছাত্র/ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় অনেক শিক্ষক গাইড বইয়ের উপর নির্ভর করেই কাজটি সমাধান করে থাকে। যা ভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে গেলে শিক্ষক নিজেই লজ্জা বোধ করবেন এবং ঐ ভিন্ন স্কুলের শিক্ষার্থীও ঐ শিক্ষককে আন্ডার স্টিমিট করবে। কাজেই আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হলে শিক্ষার মান অনেক বৃদ্ধি পাবে। প্রত্যেকটি স্কুলেও একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তাই, আইনটি যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন বলে আশা করছি।

মো. আতিকুর রহমান খান
সাবেক সহকারী প্রধান শিক্ষক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন