Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৭ পিএম

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে কোটি টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার আশরাফ ওরফে ইমাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বটতলা এলাকান মৃত সেকান্দার আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী হলেও হেমায়েতপুর এলাকায় থেকে সে মাদক ব্যবসা করতেন৷
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এসব তথ্য জানান। এরআগে বুধবার রাত ১০টার দিকে হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর পশ্চিমপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
ডিবি পুলিশের ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়নাবাড়ীর পশ্চিমপাড়া মহল্লায় অভিযান চালিয়ে আশরাফ ওরফে ইমামকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের বিছানার তোশকের নিচে ছড়িয়ে থাকা সাদা পলিথিন প্যাকে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১ কোটি ৮০ হাজার টাকা।
এ ঘটনায় একটি মামলঅ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ