Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি সজীবসহ গ্রেফতার-২

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৪:৩০ পিএম

পুলিশের দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে ৫ ডিসেম্বর রাতে বরগুনা শহর থেকে জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকবর সোবাহান প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আদালতে মামলা রয়েছে। সোমবার রাতে দুজনকেই বিএনপি'র কার্যালয় চত্তর থেকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
জেলা বিএনপি'র সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, সরকার পুলিশের নির্যাতনের মাধ্যমে নেতা-কর্মীদের মনে ভীতি সৃষ্টি করতে চাচ্ছে। স্বাভাবিক জীবনযাপন করাও এখন দূর্বিসহ হয়ে উঠেছে। এধরনের গ্রেফতারের নিন্দা জানিয়ে আমরা বলতে চাই, ১০ ডিসেম্বরের সমাবেশ বানচালের যে ষড়যন্ত্র করছে সরকার তা সফল হবেনা বলেও তিনি উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ