Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

পাকা রাস্তা চাই

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার অন্তর্গত দেবীপুর একটি জনবহুল গ্রাম। এ গ্রামের মূলসড়ক সংলগ্ন ঝাউতলা বাজার দিয়ে প্রবেশ করে হিজলতলা গিয়ে পুনরায় ঐসড়কের সাথেই মিশেছে। কিন্তু ঝাউতলা বাজার সড়ক ধরে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা হলেও সেখান থেকে হিজলতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক ইটের সলিং আর পিক বিছানো। ফলে এই রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। সড়কের এই বেহাল দশার ফলে গ্রামবাসীরা দীর্ঘদিন যাবত ভীষণ কষ্ট ভোগ করে আসছে। রিকশা, ভ্যান চালকরাও এ পথ দিয়ে চলাচল করতে পারছে না। তাই, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, উক্ত অসম্পূর্ণ সড়কটি পাকা করার ব্যবস্থা গ্রহণ করলে এ গ্রামের বাসিন্দাদের কষ্ট লাঘব হবে।

বাকিবিল্লাহ জামী
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন