Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিকৃবিতে মাৎস্য পরজীবিবিদ্যা বিষয়ক গবেষণা শুরু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম

সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো “ঈড়ষষধনড়ৎধঃরাব জবংবধৎপয ড়হ ঋরংয চধৎধংরঃড়ষড়মু” বিষয়ক গবেষণা শুরু হয়েছে। আজ রোববার (৫ ডিসেম্বর) গবেষণা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। এসময় ইন্টারন্যাশনাল প্যারাসাইট রিসোর্স ব্যাংকের গবেষক ড. ডংমিন লি, কোরিয়ার চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির ড. ইউসুয়েল ক্যাং এই গবেষণার সাথে যুক্ত রয়েছেন বলে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে। সিকৃবির ফিশ হ্যাল্থ ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগিতায় গবেষণার উদ্বোধনী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাৎস্য-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড। ড. তিলক নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন। দুটি বোয়াল মাছের ব্যবচ্ছেদের মাধ্যমে এই গবেষণা কার্যক্রমের সূচনা করেন ভিসি প্রফেসর জামাল। পরবর্তীতে দুই বিদেশী গবেষক ভাইস-চ্যান্সেলরকে কোরিয়া থেকে আনা দুটি শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গবেষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ