Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অভয়নগরে গৃহবধূকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরের অভয়নগরে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ নাজমা বেগম উপজেলার শুভয়াড়া গ্রামের সরোয়ার হোসনের স্ত্রী। হত্যার পর স্বামীর বাড়ির লোকজন পালিয়েছে।
অভয়নগর থানার এসআই মোক্তার হোসে জানান, শনিবার বিকেলে নাজমা বেগমের সতীনের ছেলে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে পরিবারের লোকজন লাশ বাড়িতে রেখে পালিয়ে যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, শনিবার রাতে ওই গৃহবধূর লাশ বাড়িতে রেখে পালিয়ে গেছে স্বামী বাড়ির লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। রবিবার দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন হয়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ