বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের অভয়নগরে ৬ রাউন্ড গুলিসহ একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কুদ্দুস ভুইয়ার ছেলে রবিউল ইসলাম ভুইয়ার মুরগীর ঘর থেকে পরিত্যক্ত এসব উদ্ধার করা হয়। এ ব্যাপারে রবিউল ইসলাম ভুইয়া জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। ঠিকমত চলাচল করতে পারিনা। গতকাল বুধবার দুপুরে একটি কবুতর কিনে আমার গোয়াল ঘরের পাশে পরিত্যক্ত মুরগীর ঘরে রাখতে গেলে একটি ব্যাগ দেখতে পাই। পরে ব্যাগ খুলে দেখি একটি বন্দুক জাতীয় অস্ত্র ও গুলি রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তারা উদ্ধার করে নিয়ে যায়।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, কে বা কারা অস্ত্র ও গুলি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।