বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : যশোরের অভয়নগরের পল্লী থেকে পুলিশ শুক্রবার রাতে রবিউল হোসেন নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে। তার গায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার একতারপুর মওলাদারপাড়া বিলের ভেতরের রাস্তার উপর রবিউল হোসেন (৩২)-এর লাশ পড়ে থাকতে দেখে জেজেআই মিলের শ্রমিক সাদআলী এলাকাবাসীকে খবর দেয়। পড়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিউলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের মাথা, চোখ ও বুকে ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে একতারপুর গ্রামের রউফ সরদারের ছেলে। ধারণা করা হচ্ছে তাস খেলাকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাÐ সংগঠিত হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।