Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার মিয়ানমারের মগদস্যুদের সহযোগী -বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : গণহত্যা বন্ধ ও রোহিঙ্গা সমস্যা সমধানের দাবিতে মিয়ানমার অভিমুখী লংমার্চে বাধা দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতবৃন্দ। তারা বলেছেন, এই ঘটনায় প্রমাণিত হয়েছে, এই সরকার রোহিঙ্গা মুসলিমদের গণহত্যায় মিয়ানমারের দস্যুদের সহযোগী। লংমার্চে বাধা দেয়ার খবরে তাৎক্ষণিক এক প্রতিবাদ সমাবেশ নগরীর দেওয়ানহাটস্থ দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
নগর সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ১প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লংমার্চ সরকার বিরোধী কোনো কর্মসূচি ছিল না। মজলুম, অসহায়, রাষ্ট্রহীন, বন্ধুহীন, মিত্রহীন একটি জনগোষ্ঠীর করুণকাহিনী বিশ্বের মানবতাবাদী জনগণের কাছে তুলে ধরতেই এ কর্মসূচি। কিন্তু সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে জালিম মানবতাহীন মিয়ানমারের জান্তা সরকারের পক্ষাবলম্বন করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, মুহাম্মদ আল-ইকবাল, মাওলানা সুলতানুল ইসলাম ভূঁইয়া, ডা. মুহাম্মদ রেজাউল করীম, ডা. ফরিদ খান, এইচ এম মুসলেহ উদ্দীন, মু. সগির আহমদ চৌধুরী, মাওলানা তরীকুল ইসলাম সরকার, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ