পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
(চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গরুর খাটালে কতিপয় দুর্বৃত্ত জোরপূর্বক চাঁদা দাবি করলে বিট মালিকের প্রতিনিধি চাঁদা না দেয়ায় তারা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অফিসে হামলা চালিয়ে মারধর করে প্রায় সোয়া ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিট মালিকের প্রতিনিধি বাবু বিশ্বাস শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে দুর্লভপুর ইউনিয়নের রঘুনাথপুর বিওপির অধীন গরুর খাটালে ভারত থেকে আগত গরুর সিøপ কাটার সময় বিশ রশিয়া কটাপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম ও সোহেল আলী এবং বিশ রশিয়া গাইপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে সফি বোল্ডারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল অস্ত্রে সজ্জিত হয়ে তার অফিসে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বিট মালিকের প্রতিনিধি বাবুসহ চার-পাঁচজন এ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা এলোপাতাড়িভাবে বাবু, মনির, বকুল, আরিফ, সফিককে মারপিট করে আহত করে। এ সময় ব্যাগে থাকা গরুর ছাড়পত্রের প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ও রঘুনাথপুর বিওপির সদস্যরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে তরিকুল ইসলাম তার বিরুদ্ধে চাঁদা ও মারপিটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান। এদিকে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।