Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিরতির পর ধারাবাহিকে শিমুল

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টিভি নাটকে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে মনির খান শিমুলকে দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে বিগত প্রায় পাঁচ মাস ধরে তিনি দেশের বাইরে ছিলেন। ফিরেছেন গত সপ্তাহে। ফিরেই গত সপ্তাহে ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিক নাটকের শুটিং-এ অংশ নেন। এতে তার সহশিল্পী ছিলেন তারিন ও অপূর্ব। মুরাদ আহমেদ রচিত এই ধারাবাহিকে অভিনয় করতে পেরে বেশ আনন্দিত তিনি। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে শিমুল বলেন, ‘এই ধারাবাহিকটিতে আমার চরিত্রটি অনেক শিল্পীদের স্বপ্নের চরিত্রের মতোই। এই ধরনের চরিত্রে অভিনয়ের জন্য শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই কাজটি করে আমার বেশ ভালো লেগেছে। আর অভিনয় থেকে অর্থপ্রাপ্তির উপর আমি কখনোই নির্ভরশীল ছিলাম না। যে কারণে যে স্ক্রিপ্ট আমার ভালো লাগেনি আমি সানন্দে ফিরিয়ে দিতে পেরেছি। আমি চাইনি সমাজের উপর বা দর্শকের মনের উপর নেগেটিভ প্রভাব পড়–ক এমন চরিত্রে কাজ করতে। আমি চেয়েছি তেমন কাজ করতে যা মানুষের কাজে লাগে।’ পরিচালক নজরুল ইসলাম রাজু জানান, ৩০ পর্ব’র পর থেকে ‘সানফ্লাওয়ার’-এ মনির খান শিমুলকে দেখা যাবে। ধারাবাহিকটি প্রতি বৃহস্পতি ও শুক্রবার এনটিভিতে রাত ৮.২০ মিনিটে প্রচার হয়। এদিকে সর্বশেষ প্রায় তিন বছর আগে ফয়সাল রাজীবের নির্দেশনায় ‘পূর্বা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন শিমুল। এদিকে শিমুল সর্বশেষ সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘একাত্তরের যীশু’। এরপর তিনি মতিন রহমানের ‘মহব্বত জিন্দাবাদ’, হুমায়ূন আহমেদ’র ‘শ্যামল ছায়া’, বেলাল আহমেদ’র ‘নন্দিত নরকে’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। মনির খান শিমুল নাট্যদল ‘থিয়েটার আরামবাগ’র হয়ে বেশ কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন।
ছবি : শিমুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিমুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ