Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিমুলিয়ায় ‘ফেরি সংকটে’ যাত্রীদের ভোগান্তি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১০:৩২ এএম

ঈদযাত্রায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটে বাড়ছে মানুষ, অথচ বাড়ানো হয়নি ফেরি। বরং, গত বছরের তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম। ফলে ভোগান্তিতে পড়েছেন এ রুটে নদী পারের অপেক্ষায় থাকা যাত্রীরা।

ঈদের সময় যতই কাছাকাছি হচ্ছে, ততই যেন আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এদিকে, ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থেকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিচ্ছেন, নদী পার হচ্ছেন স্পিডবোটে অথবা লঞ্চে। এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকাও।

আজ বুধবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দেখা গেছে, ছয় শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে দেখা গেছে যানবাহনের সারি।

জানা গেছে, শিমুলিয়া ঘাটে মাত্র আটটি ফেরি চলাচল করছে। এর মধ্যে বাংলাবাজার রুটে পাঁচটি এবং মাঝিরকান্দা রুটে তিনটি ফেরি চলছে।

যাত্রীদের অভিযোগ, ফেরি সংকটে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ফেরি বেশি থাকলে ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো না।

জানা গেছে, এ রুটে গত বছর ১৭-১৮টি ফেরি চলাচল করত। এর মধ্যে ছিল রো রো ফেরিও। সে হিসাবে অর্ধেকে নেমে এসেছে ফেরির সংখ্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ