Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

কবি নাসিমা সুলতানা শফি অসুস্থ : দোয়া কামনা

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট কবি ও সমাজ সেবক নাসিমা সুলতানা শফি অসুস্থ। বর্তমানে তিনি গুলশানে ইউনাইটেড হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কবি নাসিমা সুলতানা শফি ফুসফুস ও কিডনি সমস্যায় ভুগছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কবির স্বামী বিশিষ্ট চলচ্চিত্রকার ও রাজনীতিক শফি বিক্রমপুরী স্ত্রীর পাশে থেকে সার্বক্ষণিক সেবা করে যাচ্ছেন। কবির প্রতিষ্ঠিত মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তার আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হচ্ছে। পারিবারিক সূত্র জানায়, গত ২ ডিসেম্বর কবি নাসিমা সুলতানা শফি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আরও কিছুটা ভালো হলে এ মাসের শেষের দিকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হবে।
কবি নাসিমা সুলতানা শফির ইতোমধ্যে একটি কাব্যগ্রন্থ, দুটি গল্প, একটি উপন্যাস এবং পাঁচটি ছড়ার বই প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কবি

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ