পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
গাছে পেরেক
সিআরবি’র গাছে গাছে ঝুলছে সাইনবোর্ড, ব্যানার ও প্ল্যাকার্ড। লোহার পেরেক ঠুকে এগুলো টাঙানো হয়েছে। অথচ গাছে পেরেকবিদ্ধ করে সাইনবোর্ড না লাগাতে ২০০২ সালের ৭ জুলাই জাতীয় সংসদে আইন পাস হয়। কিন্তু বাস্তবে সেই আইন কার্যকর হয়নি। প্রশাসনও গাছে পেরেক মেরে বিজ্ঞাপন টাঙানো বন্ধ করতে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গাছ কোনো জড়বস্তু নয়; গাছেরও প্রাণ আছে। একেকটা গাছ একেকটা অক্সিজেনের কারখানা। এরপরও নিজের কিংবা ব্যবসায়িক প্রচারণার জন্য আইনের তোয়াক্কা না করে অনেকেই গাছে পেরেক মেরে সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর ও দৃষ্টিকটু। এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে এইদেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বৃক্ষহীন হয়ে পড়বে পরিবেশ। যত্রতত্র লাগানো হবে আরও ব্যানার, ফেস্টুন। সুতরাং, এখনই আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। গাছ সবকিছু বিলিয়ে মানুষের উপকার করছে, পেরেক বিদ্ধ করে এর প্রতিদান দেওয়া যাবে না। যারা পেরেক লাগায় এবং যারা লাগাতে বলে তাদের সবাইকেই সচেতন হতে হবে। আবার যারা পেরেক লাগাতে দেখে চুপ করে থাকে তাদেরও প্রতিবাদ করতে হবে। সর্বোপরি গাছে পেরেক মারা বন্ধে প্রশাসনের সুদৃষ্টি জরুরি।
মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
চট্টগ্রাম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।