Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী নাসিরনগরের কৃতি সন্তান ড. রফিক এম ইসলামের দাফন সম্পন্ন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ৫:১৯ পিএম

বাংলাদেশের প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রফিক এম ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রবিবার বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তার অছিয়ত অনুযায়ী খান্দুরা পারিবারিক কবরস্থানে পরিবারের আপনজনদের পাশে তাকে দাফন করা হয়। রফিকুল ইসলামের আপন ভাতিজা প্রগতিশীল গণতান্ত্রিক জোটের মহাসচিব এস এম শাহিদুল হক তাজুল জানান, রবিবার ভোর ৫ টায় চাচার মরদেহ বহনকারী কার্গো বিমানে ঢাকায় পৌঁছায়। সকাল ৮টার দিকে হেলিকপ্টারযোগে মাধবপুর উপজেলার ছাতিয়াইন স্কুল এন্ড কলেজ মাঠে নেয়া হয়। এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি খান্দুরা গ্রাজুয়েটস্ হাউজে আনা হয়। তাকে একনজর দেখতে দলে দলে নারী পুরুষরা ছুটে আসেন। পরে বাদ জোহর খান্দুরা বায়তুল আমান জামে মসজিদ মাঠে তৃতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার অছিয়ত অনুযায়ী আপনজনদের কবরের পাশে তাকে শায়িত করা হয়। তার জানাজায় অংশ নেন এলাকার জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, রক্তজনিত সমস্যার কারণে গত ৯ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকার সময় কানাডার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে কানাডা এভমানটন আল রাশিদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ