Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জালাল তালুকদারের দাফন সম্পন্ন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৫:৩২ পিএম

কলাপাড়ায় রাষ্ট্র্রীয় মর্যাদায় লালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় পৌন শহরের এতিমখানা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রতি রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে পৌর শহরের এতিমখানা কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন।
জানাযা নামাজে কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সদস্য, আইজীবী,পেশাজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমান্য বাক্তীবর্গ অংশগ্রহন করেন।
উল্লেখ্য মঙ্গলবার বিকাল চারটায় বার্ধক্য জনিত কারণে পৌর শহরের রহমতপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৬ বছর। তিনি স্ত্রী, পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ