মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে পার্ক, বিপণিবিতান, জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যেই দেশটির জিনজিয়াং অঞ্চলে উরুমকি শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হন। লকডাউনের কারণে আটকে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করছেন অনেকে।
এরই মধ্যে সাংহাইসহ বিভিন্ন শহরে কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। সাংহাইয়ে আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পদত্যাগের দাবিতে অনেকেই স্লোগান দেন। চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধেও স্লোগান দেন তারা।
এ ছাড়া সাংহাইয়ে মোমবাতি প্রজ্বালন করে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণ করেন আন্দোলনকারীরা। তাদের স্মরণ করতে অনেক শিক্ষার্থী নিজেদের বিশ্ববিদ্যালয়েও জড়ো হন।
এদিকে সাংহাইয়ে আজ রোববার সকালে পরিস্থিতি শান্ত দেখা গেলেও পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক পুলিশ সদস্য, নিরাপত্তাকর্মী ও সাদা পোশাকে পুলিশ কর্মকর্তাদের রাস্তায় দেখা গেছে।
করোনা সংক্রমণ এড়াতে শুরু থেকেই কড়া লকডাউনের মধ্য দিয়ে দিন পার করছেন চীনা নাগরিকরা। বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন নীতিমালা শিথিল করা হলেও চীনে এর ব্যতিক্রম চিত্র দেখা যায়। এখনো দেশটির বেশিরভাগ স্থানে সংক্রমণ এড়াতে বিভিন্ন মাত্রার লকডাউন চলছে। এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। এর মধ্যেই জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে অগ্নিকাণ্ডের ঘটনায় লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন আন্দোলনকারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।