Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওষুধ সঙ্কট

| প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে হাসপাতাল। এখানে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও নানা অব্যবস্থাপনা ও অনিয়মের জন্য সেটা নিশ্চিত করা হয় না। কখনো থাকে না চিকিৎসক, আবার কখনো ঔষধ না থাকা, এই হাসপাতালের নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি রোগের অল্প কিছু ঔষধ ছাড়া কোনো ঔষধ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে পায় না। কোনো কোনো সময় আবার সেটুকুও পায় না। ফলে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। যেখানে ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য সরকারের বরাদ্দ বেড়েছে চার হাজার ১৩২ কোটি টাকা। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মান ও সকল ঔষধ প্রাপ্তি নিশ্চিতকরণে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয় না? অতএব, শিক্ষার্থীদের ভোগান্তির নিরসনে এবং ঔষধ সংকট দূরীকরণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।

মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন