Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ায় তিনজনকে গুলিতে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২২, ১১:০৪ এএম

রাশিয়ার ক্রিমস্ক শহরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর মরদেহ পাওয়া যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ বছর বয়সী এক বৃদ্ধ এই হামলা চালান। ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে হত্যার পর আরও একজনকে গুলি করেন তিনি। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, ক্রিমস্কে শপিংমলের সামনের রাস্তায় হাঁটার সময় এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এর আগে গত ১৫ অক্টোবর ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে একটি রুশ সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হন। এ ছাড়া ২৬ সেপ্টেম্বর দেশটির মধ্যাঞ্চলীয় ইজহেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলা হয়। ওই ঘটনায় ৭ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ