Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাসরত অবস্থাতেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের স্কুল গুড়িয়ে দিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১০:৫৩ এএম

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি স্কুল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। খবর এপির।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ক্লাসেই উপস্থিত ছিল শিশুরা। বুলডোজার ও অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয় ইসরায়েলি সেনারা। সবাইকে বের করে দিয়ে শুরু হয় স্থাপনা ভাঙার কাজ। কড়া নিরাপত্তা নিশ্চিত করে সেনারা।
ইসরায়েলি বাহিনীর দাবি, আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা। চলতি বছর তেল আবিবের আদালতের দেয়া এক রায়ে অঞ্চলটির আটটি গ্রাম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশনা দেয়া হয়।
গত কয়েক মাসে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হত্যার জেরে বেড়েছে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা। বিভিন্ন শরণার্থী শিবিরে প্রায় নিয়মিতই চলছে তেল আবিবের অভিযান। সূত্র : এপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ