পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
পৃথিবীতে কম মানুষই আছে, যারা ফুটবল খেলা পছন্দ করেন না। সকলেরই আবেগ আর ভালোবাসা থাকে ফুটবল বিশ্বকাপকে ঘিরে। ফুটবল বিশ্বকাপ মানেই আকাশে বিভিন্ন দেশের রঙ বেরঙের পতাকা। চায়ের দোকান থেকে শুরু করে সব প্রান্তে চলে ফুটবলপ্রেমীদের আবেগ মাখানো সমর্থন। নিজের সমর্থিত দলকে ভালোবেসে হয় কত যুক্তিতর্ক। এই তর্ক বির্তক ফুটবলকে করে প্রাণবন্ত। আমরা নিজেরা ফুটবলে খুব একটা অগ্রসর না হলেও বিশ্বকাপ এলেই সৃষ্টি হয় ফুটবলপ্রেমীদের বিভিন্ন দলে বিভক্তি। প্রতিপক্ষকে ছোট করতে চেষ্টা করা হয় বিভিন্নভাবে। নিজেদের নৈতিকতাকে বিসর্জন দিতেও অনেকে ভাবেন না। অতি উৎসাহী ফুটবল ভক্তরা লিপ্ত হয় সংঘর্ষেও। অনেক ক্ষেত্রে নষ্ট হয় সামাজিক সম্পর্ক। রক্ত ঝরারও খবর শুনা যায় কোথাও কোথাও। ফুটবলপ্রেমীদের জন্য এটা মোটেও সুখকর সংবাদ নয়। বিনোদনের পরিবর্তে সৃষ্টি হয় আতংক। তাই তিক্ততা নয়, খেলা বয়ে আনুক সম্প্রীতি। ফুটবল আমাদের মধ্যে বিভেদ নয়, সৃষ্টি করুক সুসম্পর্ক। ফুটবল ছড়িয়ে দিক সবার মাঝে ভালোবাসা, আনন্দ, উল্লাস। বয়ে আনুক, শান্তির সুবাতাস। আমাদের সতর্কতা, আমাদের অদম্য ইচ্ছাই ফুটবলকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।
ফজলে রাব্বি
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।