Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতরা যেকোনো সময় গ্রেপ্তার:ডিবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১:৩৩ পিএম

আদালতের সামনে থেকে দুই জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সবাই নজরদারিতে রয়েছে, যে কোন সময় তাদের গ্রেপ্তার করা হবে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুনএসব কথা বলেন।


তিনি বলেন, ঢাকা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ও সিসিটিভি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত তদন্ত চলছে।

 

আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পুলিশের ৫ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। আসামিরা নজরদারিতে রয়েছে, যে কোন সময় গ্রেপ্তার।


তিনি বলেন, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশপ্রধান সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।


এছাড়াও দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।।


এর আগে রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিবি

২০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ