Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সীমান্তে বিস্ফোরণের পর পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার ঘোষণা জার্মানির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ১২:২১ পিএম

পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের পরিত্যক্ত মিসাইল বিস্ফোরণের পর দেশটির আকাশসীমা নিরাপদ করতে নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার ঘোষণা দিল জার্মানি। রোববার (২০ নভেম্বর) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এক পত্রিকাকে এ তথ্য জানান। খবর এএফপির।

প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন বলেন, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মিসাইল বিস্ফোরণের পর এক ধরনের আতঙ্কের সূত্রপাত হয়েছে। অনেকে আশঙ্কা করছেন রুশ-ইউক্রেন যুদ্ধ সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে আমরা পোল্যান্ডকে মিসাইল সিস্টেম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে গেল সপ্তাহে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেন, পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জন নিহত হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সম্ভবত ইউক্রেন থেকে ছোড়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ