পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। অথচ, প্রতিষ্ঠার এত বছর পর এসেও এই বিশ্ববিদ্যালয়টিতে পর্যাপ্ত ক্লাস রুম নেই। যেখানে ক্রমেই ডিপার্টমেন্টের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে সেখানে ডিপার্টমেন্ট অনুপাতে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে না। বিশেষ করে, অনুষদ ভবনের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের চাহিদা অনুপাতে ক্লাস রুমের সংখ্যা বৃদ্ধি করা হয়নি। ফলে শিক্ষকগণ শিক্ষার্থীদের শিডিউল অনুযায়ী পূর্ব নির্ধারিত ক্লাস নিতে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য রাখা চেয়ার টেবিলও যথেষ্ট নয়। যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাদান কার্যক্রমকে ব্যাহত করছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু একের পর এক ডিপার্টমেন্ট বৃদ্ধিতে নয় বরং এর পাশাপাশি ক্লাস রুম সঙ্কট নিরসন ও শিক্ষার্থীদের চেয়ার টেবিল নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ নিয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা করি।
মেহেদী হাসান বিপ্লব
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।