Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা ও নৌ-বাহিনীতে অনারারি কমিশন প্রদান

বিজয় দিবস উপলক্ষে

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিজয় দিবস উপলক্ষে সরকার বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৪১ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌ-বাহিনীতে ১৬ জনকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতিদানপূর্বক অনারারি কমিশন প্রদান করেছে। এ পদোন্নতি ১৬ ডিসেম্বর ২০১৬ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সেনাবাহিনী:- বাংলাদেশ সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে উন্নীতদের মধ্যে রয়েছেন- অনারারি লেফটেন্যান্ট মোঃ ফরহাদ হোসেন শিকদার, এসি; অনারারি লেফটেন্যান্ট মোঃ জমশেদ, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট মো: আব্দুল জব্বার, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট মো: আব্দুল মান্নান, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট মো: আকমল হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট মো:আব্দুল গাফফার, সিগন্যাল; অনারারি লেফটেন্যান্ট মো: আরিফ হোসেন মোল্লা, ই.বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট মো: নজমুল হক, ই বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট মো:আব্দুল রহিম, ই.বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট মো:আব্দুল মান্নান হাওলাদার, ই. বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট মো: শওকত আলী, ই.বেঙ্গল; অনারারি লেফটেন্যান্ট মো; কাওছার আলী, ই.. বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট মো: আব্দুল জব্বার,বীর; অনারারী লেফটেন্যান্ট মো: কোহিনুর রহমান,বীর; অনারারী লেফটেন্যান্ট মো: আ: জব্বার,বীর; অনারারী লেফটেন্যান্ট মো: মতিয়ার রহমান,বীর; অনারারী লেফটেন্যান্ট মো:ফজলুল হক,বীর; অনারারী লেফটেন্যান্ট সৈয়দ মাহাবুবর রহমান,বীর; অনারারী লেফটেন্যান্ট মো: আমির হামজা, এএসসি; অনারারী লেফটেন্যান্ট মো: হাবিবুর রহমান, অর্ডন্যান্স এবং অনারারী লেফটেন্যান্ট মো: আফতাব উদ্দিন ভূঁইয়া, ইএমই।
বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: জালাল উদ্দিন, এসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো:শাহজাহান আলী বসুনিয়া, এসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো:আ:বারেক হাওলাদার, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নজরুল ইসলাম,আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নূরুজ্জামান সেখ,আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার জালাল আহমেদ, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: এলাহী বক্স,ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আব্দুর রশীদ সরকার, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: সাইজ উদ্দীন, সিগন্যাল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: সামছুল আলম, সিগন্যাল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: জাহাংগীর হোসেন, সিগন্যাল; মাস্টার ওয়ারেন্ট অফিসার নজমুল হুসাইন মাহমুদ, সিগন্যাল: মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: বাবুল আক্তার, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আবু বকর সিদ্দিকী, ই. বেঙ্গল: মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: বশিরুল আলম, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: মাহবুবুল হক, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মু: ইউনুছ আলী, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: হুমায়ুন কবির, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আবদুল বাতেন, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আবুল কালাম আজাদ, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: মোকলেছার রহমান, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা: শামসুজ্জোহা খান, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আনোয়ার হুসেন, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল কাদির, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: মমিনুল হক, ই. বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: সালামত উল্লাহ, বীর, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: ময়েজ উদ্দিন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নুরুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল হক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আবুল হাসেম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহা: আবদুর রহমান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: জহুরুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: কেতাবুর রহমান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: নাছির উদ্দিন খাঁন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আখরুজ্জামান, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: দারাজুল ইসলাম, অর্ডিন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম আতিকুর রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আমজাদ হোসেন, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আবদুল কবির, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: আব্দুল মান্নান, এএমসি এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: পানা উল্লাহ এএমসি।
বাংলাদেশ নৌবাহিনী:- এদিকে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন:- এম.এ. রহমত আলী, এমসিপিও(এল); মোহাম্মদ জাফর আলম চৌধুরী, এনপিপি, এমসিপিও(আর); মোহাম্মদ আবদুল মোতালেব চৌধুরী, এমসিপিও(এক্স)(জিএ-১); মোহাম্মদ সাহাব উদ্দিন, এমসিপিও(এস); একেএম হাবিবুল্যাহ, এমসিপিও(এক্স)(কিউএ-১); মোঃ নজীর আহমেদ, এমসিপিও(এক্স)(্িকউআরপি-১); গোবিন্দ কুমার রায়, এমসিপিও(এল); সুনীল কান্তি ধর, এমসিপিও(এল); একেএম সাহিনুল আশরাফ, এমসিপিও(এক্স)(জিআই); মোহাম্মদ নাদের হোসেন, এমসিপিও(ই); মো: রুহুল আমিন, এমসিপিও(এস), মো: শমশের আলী এমসিপিও(আর), সৈয়দ শফিউর রহমান, এমসিপিও(মেড)(ল্যাবটেক); মোহাম্মদ মজিবুর রহমান, এমসিপিও(কম); মো: সাদিকুল আলম, এমসিপিও(ই); এবং মো: গোলাম মোস্তফা, এমসিপিও(ই)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমিশন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ