নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : নদীমাতৃক বাংলাদেশ। নৌকাবাইচ এদেশের ঐতিহ্যবাহী একটি ক্রীড়া ডিসিপ্লিনের নাম। এটির সঙ্গে মিশে রয়েছে গ্রাম বাংলার মানুষের আবেগ-অনুভূতি ভালবাসা। হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করণ বাংলাদেশের এই নৌকাবাইচ। উপলক্ষ্য সামনে পেলেই বাংলাদেশ রোইং ফেডারেশন আয়োজন করে নৌকাবাইচের। তাদের উদ্যোগেই গতকাল রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো শ্বাসরুদ্ধকর নৌকাবাইচের। এতে অংশ নিতে ১০ জেলার মাঝিমাল্লারা নানা আকারের নৌকা নিয়ে হাজির হন। সকাল থেকেই হাতিরঝিলে উপস্থিত তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শক সংখ্যাও। বেলা তিনটা নাগাদ হাতিরঝিলের দু’ধারে হাজারো দর্শকের সমাগম ঘটে। শুরু হয় নৌকাবাইচ। অংশগ্রহণকারী মাঝিমাল্লারা সবাই গেঞ্জি গায়ে মাথায় একই রঙের রুমাল বেঁধে নেন। সামনে বসে নৌকার নির্দেশক নেতৃত্ব দিলেও দাঁড়িয়ে থেকে তা চালান পেছনের মাঝি। নৌকায় দু’পাশে মাঝিরা সার বেঁধে বসে পড়েন বৈঠা হাতে। শুরু হয় নৌকাবাইচ। আট মাঝিমাল্লার এ প্রতিযোগিতায় সেরার খেতাব জিতে নেয় বান্দরবান জেলা। রানার্সআপ হয় নারায়ণগঞ্জ ও তৃতীয়স্থান পায় সিলেট জেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, রোইং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাউছার, সহ-সভাপতি মনিরুল আলম এবং সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।