মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বন উজাড়ের বিরুদ্ধে লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। এ ছাড়াও তিনি চান ২০২৫ সালের কপ আসর আমাজন অঞ্চলে অনুষ্ঠিত হোক। বুধবার মিসরের শারম-এল-শেখে জাতিসংঘের কপ২৭ সম্মেলনে এ মনোভাব প্রকাশ করেন লুলা। আরেকদফা প্রেসিডেন্ট নির্বাচিত লুলাকে সম্মেলনস্থলে স্বাগত জানান শত শত মানুষ। পরিবেশ বিষয়ে উদাসীন বলে অভিযুক্ত জেইর বলসোনারোকে স¤প্রতি পরাজিত করার পর এটাই প্রথম আন্তর্জাতিক সফর লুলা ডা সিলভার। বছরের পর বছর ধরে আমাজনের বন উজাড়ের প্রতিবাদ করে এসেছেন তিনি। লুলা সম্মেলনে বলেন, ‘আমি আপনাদের এখানে বলতে এসেছি, ব্রাজিল বিশ্বসভায় ফিরে এসেছে। বিচ্ছিন্ন রাষ্ট্র হয়ে থাকার জন্য ব্রাজিলের জন্ম হয়নি। আমরা অবৈধ বন উজাড়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলব।’ এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।