Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জলবায়ু সম্মেলনে যোগ দিতে মিসর যাবেন লুলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১০:১৫ এএম

ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী সপ্তাহে কোপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে মিসর যাবেন এবং বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

গত মাসের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে পরাজিত করেন। আগামী পহেলা জানুয়ারি তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে শারম আল-শেখ-এ চলমান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ওয়ার্কার্স পার্টির (পিটি) এ নেতা কোন কোন নেতার সঙ্গে বৈঠক করবেন তা নির্দিষ্ট করেননি।
লুলা ব্রাসিলিয়াতে আইন প্রণেতাদের সঙ্গে বৈঠককালে বলেন ‘আমি সোমবার মিসর যাব। চার বছরে জাইর বোলসোনারোর চেয়ে আমি একদিনেই বিশ্ব নেতাদের সঙ্গে আরও আলোচনা করব।’
৭৭ বছর বয়সী লুলা আরও বলেন, ‘আমরা ব্রাজিলকে আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রে স্থাপন করব।’ তিনি বলেন, ২০০৩-২০১০ এর দুটি পূর্ববর্তী ম্যান্ডেটের পরে অক্টোবরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তার অতি-ডানপন্থি বলসোনারোকে পরাজিত করায় বিশ্বে অনেক ‘প্রত্যাশা’ তৈরি হয়েছে।
জলবায়ু পরিবর্তনের সন্দেহবাদী বোলসোনারোর অধীনে প্রথম তিন বছরে আমাজন রেইনফরেস্টে গড় বার্ষিক বন উজাড় আগের দশকের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। লুলা পরিবেশ সুরক্ষাকে তার প্ল্যাটফর্মের মূল অংশ করে তুলেছেন এবং ‘জিরো ডিফরেস্টেশন’-এর প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ১৮ নভেম্বর কোপ-২৭ সম্মেলন শেষ হলে, লুলা প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা ও প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক করতে পর্তুগাল যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ