Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারাকাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিজয় দিবস উপলক্ষে বারাকাহ ফাউন্ডেশনের আওতাধীন তিনটি হাসপাতালে একসঙ্গে গতকাল সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৬০০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনসাফ বারাকাহ হাসপাতাল মগবাজারে ২০০, বারাকাহ জেনারেল হাসপাতাল রাজারবাগে ১০০ এবং বারাকাহ হাসপাতাল মদনপুরে ৩০০ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে রোগীদেরকে পরীক্ষা-নিরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেয়া হয়।
সকালে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ। আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মো. রুহুল আমিন, চিফ এক্সজিকিউটিভ প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম। ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ জানান, মানুষকে সচেতন করতে পারলে ও যথাযথ রেফারেল সিস্টেম চালু হলে স্বাস্থ ঝুঁকি থেকে অনেকটা মুক্ত থাকা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ