বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে কিডনি, ইউরেটর ও বøাডারে পাথর অপসারণ (স্টোন ক্র্যাশ) শুরু হয়েছে। রাজধানীতে অন্যান্য যেকোনো বেসরকারি হাসপাতালের তুলনায় কম খরচের প্যাকেজে রোগীরা অত্যাধুনিক লেজার মেশিনে অস্ত্রোপচারের সুযোগ পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শনিবার ইনসাফ বারাকাহ হাসপাতালের উদ্যোগে হাসপাতাল ভবনে এক বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রায় ১২০ জন বিশেষজ্ঞ সার্জন উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন্সের প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ সালাম। সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান।
হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জানান, লেজার পদ্ধতির চিকিৎসায় ইলেকট্রনিক শক পদ্ধতিতে ইউরেনারি ট্রাক্টের পাথর সম্পূর্ণরূপে গুড়ো (স্টোন ক্র্যাশ) করা হয়। তিনি আরো জানান, প্যাকেজের আওতায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারে ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নেয়া হয়। আর এ হাসপাতালে ব্যয় হবে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা।
জানা গেছে, ‘লেজার লিথোট্রিপসি’ মেশিনটির মূল্য ৬০ লাখ টাকা। গতমাসে স্থাপন করা হলেও আজ শনিবার আনুষ্ঠানিকভাবে মেশিনটির উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ইউরো অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এম এ সালাম। এছাড়া অনুষ্ঠানে শতাধিক ইউরোলজিস্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেমিনারে লেজার সার্জারির ওপর বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ইউরোলজিস্ট প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম। প্রফেসর এম এ সালাম বলেন, লেজার মেশিনের মাধ্যমে প্রস্টেট, প্রস্টেট ক্যান্সার, কিডনীর স্টোন সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সার্জারী খুব সহজে ও স্বল্প সময়ে নিরাপদে করা যায়। এতে অপারেশনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ঝুঁকি কম থাকে। প্রফেসর ফখরুল ইসলাম বলেন, কিডনীর পাথর অপসারনে লেজার মেশিন ব্যবহার করলে রোগীর টিস্যু ইনজুরি কম হয় এবং রক্তক্ষরণ হয় না। রোগী দ্রæত সুস্থ্য হযে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। এ পদ্ধতিতে খুব ছোট ছিদ্র করে কিডনীর পাথর ডাস্ট (গুঁড়ো) করে দেয়া হয় এবং প্রশ্রাবের সাথে তা বের হয়ে যায়। ফখরুল ইসলাম জানান, মানুষের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে ইনসাফ বারাকাহ হাসপাতালে তুলনামুলক সাশ্রয়ী প্যাকেজে এ অপারেশন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।