Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম



শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে তিন ঘণ্টাব্যাপী এ সভা চলে। সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান এস, এম, এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি (তদন্ত) আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য আবু তাহের, মহিলা আ.লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, জাসদের সভাপতি মিজানূর রহমান, সাধারণ সম্পাদক এ, কে, এম সামেদুল হক, নকশী কোম্পানি কমান্ডার রফিক, হলদিগ্রাম কোম্পানি কমান্ডার জাহিদ ও সাংবাদিক হারুন অর রশীদসহ কমিটির অন্যান্য সদস্যরা। সভায় উপজেলার গারো পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজারের যানজট, জুয়া, মাদক, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তগণ উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে অভিমত পোষণ করেন। পরে সভার সভাপতি আইন শৃঙ্খলা আরো উন্নয়নের জন্যে সকলের সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ