Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শহীদ রুমী স্মরণে ডকুফিকশন রুমী ব্যাক

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: স্বাধীনতা যুদ্ধে শহীদ শাফি ইমাম রুমী স্মরণে ‘রুমী ব্যাক’ নামে একটি ডকুফিকশন নির্মাণ করলেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। এতে রুমির চরিত্রে দেখা যাবে আবৃত্তিশিল্পী শিব্বীরকে। জীবনান্দ দাশের ‘আবার আসিবো ফিরে’ কবিতা অবলম্বনে এই ডকুফিকশনটির চিত্রনাট্যও তৈরি করেছেন নির্মাতা নিজেই। এতে আরো অভিনয় করেছেন, মুহিত, আনোয়ার হোসেন, সুমী ও সেজুঁতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনপুরা লোকেশনে এই ফিকশনটির শুটিং হয়। চিত্রগ্রহণে ছিলেন রায় সন্দীপ মিঠু। সংগীত করেছেন আশিকুজ্জামান অপু। পূণ্য ফিল্মস এর ব্যানারে তৈরি এই ডকু ফিকশনটি ১৬ ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান। একই সঙ্গে ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। রাশিদ পলাশ বলেন, ‘৪৫ বছর পর আমরা আবার রুমিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ কাজটি নির্মাণ করেছি। শহীদ রুমীর প্রতি তো আমাদের দায় আাছে সেই দায় শোধ করার জন্য নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কাজটা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শহীদ

১১ ফেব্রুয়ারি, ২০২৩
১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ