Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুমোদনহীন গল্প নিয়ে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা নবাব!

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনার নির্মাণাধীন সিনেমা ‘নবাব’-এর গল্প নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতে সিনেমাটির গল্প তৈরি করা হয় হলি আর্টিসানে জঙ্গি হামলাকে কেন্দ্র করে। এ নিয়ে আপত্তি উঠলে সিনেমাটির গল্প পরিবর্তন করে নতুন গল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়। দ্বিতীয়বার জমা দেয়া গল্পও অনুমোদন পায়নি বলে একটি সূত্র জানায়। দুইটি গল্প অনুমোদন না পেলেও প্রশ্ন উঠেছে, নবাব সিনেমার গল্প কী নিয়ে হচ্ছে? তাহলে কি হলি আর্টিসানের গল্প নিয়েই সিনেমাটি নির্মিত হচ্ছে। কারণ গল্প অনুমোদনের আগেই সিনেমাটির শূটিং নির্মাতা শুরু করেন। ধারণা করা হচ্ছে, কোনো কিছুর তোয়াক্কা না করেই নির্মাতা হলি আর্টিসানের গল্প নিয়েই সিনেমাটির শূটিং শুরু করেছেন। একটি স্পর্শকাতর ও তদন্তনাধীন বিষয় নিয়ে সিনেমা তৈরি করা কতটা যৌক্তিক, এ নিয়ে চলচ্চিত্রাঙ্গণে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছক এক নির্মাতা বলেন, যৌথ প্রযোজনার নামে এখন যা হচ্ছে, তা আমাদের চলচ্চিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ছাড়া কিছু নয়। এর উপর যৌথ প্রযোজনাকারী সংস্থাগুলো নিয়ম-নীতির কোনো তোয়াক্কা করছে না। তারা যেমন খুশি তেমনভাবে কাজ করে যাচ্ছেন। আর এর মদদ দিচ্ছে, আমাদের কিছু প্রযোজনা সংস্থা এবং চিত্রনায়ক শাকিব। নবাব নামের যে সিনেমাটি নির্মিত হচ্ছে, তা নিয়ম-কানুন মেনে তো করাই হচ্ছে না, এমনকি অনুমোদনহীন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের চলচ্চিত্রে কোনো নিয়ম-শৃঙ্খলা বলে কিছু থাকবে না। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগের খতিয়ে দেখা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ