Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আত্মহত্যার প্রবণতা

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আমাদের দেশে ইদানিং বেড়েই চলছে আত্মহত্যার প্রবণতা। বিশেষ করে, শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। বিশ্ববিদ্যালসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেবল ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। এদের মধ্যে ২২-২৫ বছরের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। বেকারত্ব, মানসিক চাপ, আর্থিক সংকট, পারিবারিক সমস্যা, লেখাপড়ায় নিয়ে হতাশা, সম্পর্কের অবনতি, তীব্র বিষণ্নতা এর জন্য দায়ী! এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের উচিত নিজেদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকা। যদি কোনো কারণে মানসিক স্বাস্থ্যের অবনতি দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জীবন চলার পথে ভালো-মন্দ পরিলক্ষিত হতেই পারে; তাই বলে আত্মহত্যার মতো মহাপাপ করা ঠিক নয়! আমাদের উচিত জীবনের সাথে জড়িত প্রতিটি কাজকে ভালোবাসা। তাই, আসুন নিজেদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি এবং আত্মহত্যাকে না বলি।

মুহাম্মদ হাফিজুর রহমান
শিক্ষার্থী, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন