Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাস্তা চাই

চিঠিপত্র

মো. হাসান | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কাশিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর-নরসিংপুর এলাকাটি একটি সমৃদ্ধ ও শতভাগ শিল্পাঞ্চল। এই অঞ্চলের বেপারী পাড়ার পিছনের অংশে ছোট পাড়ার মানুষরা দীর্ঘদিন দুর্ভোগ পোহাচ্ছে একটি রাস্তার অভাবে। ছোট পাড়ায় যাতায়াতের পথের মূল অংশে প্রভাবশালীদের বাসা বাড়ির দূষিত পানি এবং ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে। এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা আছে। কিন্তু অপরিকল্পিতভাবে ছোট পাড়ার মানুষদের রাস্তায় ময়লা আবর্জনা ফেলার কারণে দুর্ভোগ লেগেই থাকে। এলাকাবাসী বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। বছরের আট মাস এই রাস্তায় ময়লা পানি জমে থাকে। ছোট পাড়ার অধিকাংশ মানুষ গার্মেন্টসে চাকরি বা ব্যবসার কাজে এই রাস্তা ব্যবহার করেন। তাদের চলাচলের একমাত্র অবলম্বন এই রাস্তা। কিন্তু এটি চলাচলের অনুযোগী হয়ে পড়ে আছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রæত যেন আমাদের সমস্যার অবসান হয়।

শিক্ষার্থী, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন