Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ উন্মাদনা

চিঠিপত্র

মো. সায়েদ আফ্রিদী | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

খেলাধুলা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতি ৪ বছর পর পর আসে ফুটবল বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দলের লাখ লাখ সমর্থক বাংলাদেশে রয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, ফুটবল বিশ্বকাপ আসলেই শুরু হয় বিভিন্ন অসুস্থ প্রতিযোগিতা। কে কত বড় পতাকা তৈরি করতে পারে, বাড়িতে বা দেয়ালে কতবেশি রং করা যাবে নির্দিষ্ট দলের, কত উপরে পতাকা উত্তোলন বা টানানো যায়, বিপক্ষ দলকে ফেসবুকে কীভাবে কটুক্তি করা যায়, বিপক্ষ দল নিয়ে কীভাবে মিছিলে মজা করা যায়, কার সামনে কে পতাকা ব্যানার, টানাবে ইত্যাদি। এমন অতি আবেগের ফলে দেখা যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে। নিজেদের মধ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এমনকি অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করে। যেমনটা সা¤প্রতিক সময়ে গণমাধ্যম আসছে। পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ শক খেয়ে ইতোমধ্যে কয়েকজন মৃত্যুবরণ করেছে। এছাড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে চলে জুয়াসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের খবরও পাওয়া যায়। যা তরুণদের বেশি আকৃষ্ট করে। এই জুয়াকে কেন্দ্র করে অনেকে রাতারাতি কোটিপতি বনে যায় আবার অনেকে নিঃস্ব হয়ে যায়। কিন্তু ফুটবল থাকুক বিনোদনের জায়গায়, এর বাইরে যে কোনো উন্মাদনা থেকে আমরা রেহাই চাই। এর জন্য প্রশাসনকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি আমাদের নিজেদেরও সতর্ক থাকার দরকার আছে।

শিক্ষার্থী, ঢাকা কলেজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন