Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আরবি পাঠে প্রথম হয়ে মিলিয়ন দিরহাম জিতল ৭ বছরের শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আরবিভাষী শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে পাঠের অভ্যাস গড়ে তুলতে ২০১৫ সাল থেকে শুরু হয় আরব রিডিং চ্যালেঞ্জ। এ বছর এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাম আল-বাকুর নামের সাত বছর বয়সী এক সিরিয়ান শিক্ষার্থী। এর পুরস্কার স্বরূপ সে জিতেছে এক মিলিয়ন দিরহাম। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই কোটি ৭৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার দুবাইয়ের ওপেরায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম। এ বছর ছিল আরব রিডিং চ্যালেঞ্জের ষষ্ঠ পর্ব। তাতে অংশ নিয়েছিল ৪৪টি দেশের প্রায় দুই কোটি ২২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। এবারই প্রথম রেকর্ডসংখ্যক পাঠক এতে অংশ নেয়। ভবিষ্যৎ প্রজন্ম আরবি ভাষা সংরক্ষণ করবে- এই আশা ব্যক্ত করে শেখ মোহাম্মদ বিন রাশিদ বলেন, ‘আরব রিডিং চ্যালেঞ্জ আরব বিশ্বে সবচেয়ে বড় জ্ঞান আন্দোলন তৈরিতে সফল হয়েছে। তরুণদের মনকে আলোকিত করতে তাদের হাতে বই তুলে দেয়া হয়েছে। আরব রিডিং চ্যালেঞ্জ আরব তরুণদের জন্য আমিরাতের সবচেয়ে বড় উপহার। কারণ বই পাঠ ভবিষ্যতের উন্নতির চাবিকাঠি। আরব রিডিং চ্যালেঞ্জে সিরিয়ান শিক্ষার্থী শাম আল-বাকুরের পর দ্বিতীয় স্থান অধিকার করেছে তিউনিসিয়ার আদম আল-কাসিমি। সে পেয়েছে এক লাখ দিরহাম এবং তৃতীয় হয়ে ৭০ হাজার দিরহার পেয়েছে জর্দানের রাশিদ আল-খাতিব। এতে ২৬টি অনারব দেশ বাছাই করে কমিউনিটি চ্যাম্পিয়ন তিনজনকে পুরস্কার দেয়া হয়েছে। এতে কমিউনিটি চ্যাম্পিয়ন হিসেবে এক লাখ দিরহার পুরস্কার পেয়েছে বেলজিয়ামে বসবাসকারী ফিলিস্তিনি শিক্ষার্থী নাদা আল সাতরি। দ্বিতীয় স্থান অধিকার করে ৭০ হাজার দিরহার পুরস্কার পেয়েছে মরক্কো বংশোদ্ভ‚ত স্পেনের প্রতিনিধিত্বকারী মারোয়া আল-বাকরি এবং তৃতীয় স্থান অধিকার করে ৩০ হাজার দিরহার পুরস্কার পেয়েছে অস্ট্রিয়ার নাদিয়া আল বাহনাসি। তাছাড়া ৯২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে মরক্কোর আল মোখতার গাজউলিত স্কুলকে ১০ লাখ দিরহাম, সৌদি আরবের আল-তারবিয়াহ আল-আহলিয়াহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পাঁচ লাখ দিরহাম এবং বাহরাইনের আল-আহেদ আল-জাহের উচ্চমাধ্যমিক বিদ্যালয়কে তিন লাখ দিরহাম সম্মাননা পুরস্কার দেয়া হয়। আল-আরাবিয়া, সাবাক নিউজ ও গালফ নিউজ।

 



 

Show all comments
  • Md. Azizul Islam ২১ নভেম্বর, ২০২২, ৬:১১ পিএম says : 0
    Alhamdulillah, Congratulations
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরব রিডিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ