Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে চৌকিদারের পা কাটা মামলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ৩:১২ পিএম

ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, অস্ত্র-ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানায় নেয়া হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পা কাটা মামলা ছাড়াও তার নামে ৩ টি ডাকাতি, ১ টি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ