Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে আঞ্চলিক ইজতেমা শুরু : লাখো মুসল্লির ঢল

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা ঃ মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধির লক্ষ্যে তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার অংশ হিসেবে মাদারীপুর জেলায় বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ফজরের নামাজ শেষে মূলবয়ানের মধ্য দিয়ে মাদারীপুর পৌর এলাকার এ.আর হাওলাদার জুট মিল ময়দানে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বুধবার সন্ধ্যা থেকে মুসল্লিদের ঢল নামতে শুরু করে ইজতেমা ময়দানে।তখন আমবয়ান করা হয়। শনিবার (১৭ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী ইজতেমা। এত বড় জামায়েত মাদারীপুর জেলায় এই প্রথম। র‌্যাব -৮ অফিস সংলগ্ন পশ্চিমপার্শ্বে এ.আর হাওলাদার জুট মিলের বিশাল মাঠে আয়োজিত এ ইজতেমায় মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ বরিশাল ফরিদপুর চাদপুর এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইতিমধ্যেই উপস্থিত হয়ে মাঠে নির্ধারিত স্থান দখল করে নিয়েছে। ইজতেমাকে ঘিরে ময়দানের দক্ষিণ পার্শ্বে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের ব্যাপক স্টল বসেছে। ইতোমধ্যেই আয়াজক কমিটির প্রহরী ছাড়াও পুলিশ ও সাদা পোষাকের পুলিশ ইজতেমা মাঠে নিয়োজিত হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা প্রশাসন থেকে নেয়া হয়েছে। চারিদিকে ক্লোস সার্কিট ক্যামেরা বসানোসহ ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
ইজতেমা কমিটির অন্যতম সাথী সদস্যও জেলা মার্কাস মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াছ হাবিবুলাহ বলেন জানান, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সাথে ৬৪ জেলার মুসলিদের স্থান সংকুলান না হওয়ার কারণে ইজতেমাকে দু‘ভাগে ভাগ করা হয়েছে। গত বছর যে ৩২ জেলার মুসলীরা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিলেন সেই সব জেলার মুসলীরা এবার টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে না গিয়ে নিজ নিজ জেলায় ইজতেমা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুর

২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ