Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পথশিশুদের প্রতি সুনজর প্রয়োজন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

যেসব শিশুরা দরিদ্রতা ও গৃহহীনতার কারণে শহর নগর কিংবা গ্রামে ঠিকানাহীনভাবে বসবাস করছে তাদেরকেই পথ শিশু বলা হয়। পথ শিশুরা যেমন পরিবার, মা-বাবার আদর-ভালোবাসা থেকে বঞ্চিত, তেমনই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মৌলিক ও মানবিক অধিকার থেকেও বঞ্চিত। তারা হারিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। বিআইডিএস ও ইউনিসেফের এক গবেষণার তথ্যমতে, বাংলাদেশে ৯ লাখ ৭৯ হাজার ৭২৮ জন পথশিশু রয়েছে। কেবল ঢাকা শহরে রয়েছে সাত লাখ পথশিশু। চলতি বছর শেষে এই সংখ্যা দাঁড়াবে ১১ লাখ ৪৪ হাজার ৭৫৪ জনে। আর ২০২৪ সাল নাগাদ সংখ্যাটা হবে ১৬ লাখ ১৫ হাজার ৩৩০ জন। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব শিশুর রয়েছে সমান অধিকার। কিন্তু এসব পথশিশুর নেই কোনো শিক্ষার অধিকার, স্বাভাবিক জীবনযাপনে মেলামেশার অধিকার নেই। ফলে এরা অপরাধ করতে কুণ্ঠাবোধ করে না। কাউকে সহজে বিশ্বাস করে না। ধ্বংসাত্মক কাজে আগ্রহ, নেতিবাচক আচরণে অভ্যস্ত হয়ে পড়ে। সুবিধাবঞ্চিত শিশুদের পরিচয় ও ঠিকানা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। অনেক সময় শিশুদের বাবা-মায়ের নাম বলতে পারে না। ফলে তাদের জন্মনিবন্ধন করা যায় না। এসব শিশু ভবিষ্যতে নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় পথশিশুদের যত্ন নেওয়া প্রয়োজন। তাতে সামাজে পথ শিশুদের অপরাধ প্রবণতা কমে আসবে। এছাড়া পথশিশুদের মৌলিক ও মানবিক নিশ্চিত করা প্রয়োজন।

মিজানুর রহমান মিজান
ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন