Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ভারতীয় শিক্ষার্থীদের জন্য আকর্ষনীয় প্রস্তাব রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১২:১৪ পিএম

দেখতে দেখতে আট মাস পেরিয়ে গিয়েছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। এখনও যুদ্ধ থামার নাম নেই। কার্যতই জনজীবন বিপর্যস্ত কিয়েভে। এহেন পরিস্থিতিতে থমকে গিয়েছে সেখানে ডাক্তারি পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এবার রাশিয়া একটি প্রস্তাব দিল তাদের। জানিয়ে দিল, চাইলেই ভারতীয় শিক্ষার্থীরা রাশিয়ায় এসে পড়াশোনা শেষ করতে পারেন।

চেন্নাইয়ে এসেছেন কনসাল জেনারেল ওলেগ আভদিভ। সেখানেই তাকে বলতে শোনা গিয়েছে, ‘ইউক্রেন থেকে চলে আসতে হয়েছে যে ভারতীয় শিক্ষার্থীদের, তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন রাশিয়ায় এসে। কেননা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ডাক্তারির সিলেবাসের কোনও তফাত নেই।’ সেই সঙ্গেই রুশ কূটনীতিক জানিয়েছেন, ইতিমধ্যেই শিক্ষার্থীরা রাশিয়ায় আসতে শুরু করেছে। আভদিভ বলছেন, ‘এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। রাশিয়ায় পড়তে চেয়ে বৃত্তির জন্য আবেদন করেছেন বহু ভারতীয় শিক্ষার্থীরা।’

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও ‘বন্ধু’ রাশিয়াকে এমন প্রস্তাব দিতে দেখা গিয়েছে। রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন গত জুনে বলেছিলেন, ইউক্রেনে পাঠরত ভারতীয় শিক্ষার্থীরা যে যে সেমিস্টারে পড়াশোনা করতেন, রুশ বিশ্ববিদ্যালয়গুলিতে সেখান থেকেই আবার পড়াশোনা শুরু করতে পারবেন তারা। এদিকে ন্যাশনাল মেডিক্যাল কমিশনও নির্দেশিকা জারি করে যে ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীরা ভারতেই ইন্টার্নশিপ করতে পারেন। পাশাপাশি, বেশ কয়েকটি রাজ্যে ওই শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তার ঠিক আগে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ২২ হাজার ভারতীয় শিক্ষার্থীকে দেশে ফেরায় নয়াদিল্লি। সেই উদ্যোগে রাশিয়া যেভাবে মদত দিয়েছিল তা ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করে ওয়াকিবহাল মহল। আসলে, এখনও পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘুরিয়ে রাশিয়ার পক্ষই নিয়েছে ভারত। জাতিসংঘেও সেই অবস্থান বজায় রেখেছে। আর তাই রাশিয়াও পালটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারতের দিকে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ