Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনরায় ক্ষমতায় আসায় নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ৮:২০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান সম্প্রতি শেষ হওয়া ইসরাইলের নির্বাচনে জয়লাভ করায় নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছন। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে অভিনন্দনের কথা জানান নেতানিয়াহুর মুখপাত্র।
নেতানিয়াহুর ডানপন্থি দল ১ নভেম্বর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে পুনরায় ক্ষমতায় আসার পর এ বিবৃতি দেয়া হয়।
নেতানিয়াহুর মুখপাত্রের এক বিবৃতি অনুসারে, এরদোগান লিখেছেন, 'আপনার বিজয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে, নতুন সরকার দু'দেশের সকলক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে। যার মাধ্যমে আমাদের অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আসবে।'
দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এ দু'নেতা তাদের পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলোকে বিক্ষোভপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সময় শাসন করেছে, যদিও সাম্প্রতিক তার পরিবর্তন হয়েছে।
আনকারা চিঠির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে নভেম্বরের শুরুতে এরদোগান বলেছিলেন, 'সাধারণ স্বার্থে তুর্কি চাইবে সম্মানের মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক বজায় রাখতে।'
এরদোগান টেলিভিশনের এক সাক্ষাৎকারে আরো বলেন, 'আমি বিশ্বাস করি যে শুধুমাত্র তুর্কি এবং ইসরাইলের জন্য নয়, জয়ী কূটনীতির দ্বারা পুরো অঞ্চলই উপকৃত হবে।'
২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নেতানিয়াহু, রোববার পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ডেইলি সাবাহ



 

Show all comments
  • Hassan ১১ নভেম্বর, ২০২২, ৯:০৯ পিএম says : 0
    May Allah's curse upon those who support Butcher zionist cancer Isreal in Palestinian land. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ