প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বিজয় দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন ও আরটিভি যৌথ আয়োজন করেছে পাঁচদিনের অনুষ্ঠান। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হবে ‘বাংলাদেশ-এর বিজয় উৎসব’। গতকাল স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি র্ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশন করেন নৃত্যাঞ্চলের শিল্পীরা। পরিচালনা করেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা। তার ও শিবলী মোহাম্মদের সঙ্গে অংশগ্রহণ করেন নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পী। অনুষ্ঠানে বিভিন্ন দিনে গান করবেন সাবিনা ইয়াসমিন, দিনাত জাহান মুন্নি, কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল, ফিডব্যাক, লালন (ব্যান্ড) প্রমুখ। উৎসবে প্রতিদিন থাকবে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। থাকবে ঢাকাই জামদানিসহ বিভিন্ন পণ্যের মেলা ও ঐতিহ্যবাহী খাবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।