Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পলিথিন ব্যবহারে চাই সচেতনতা

মরিয়ম বেগম | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

আমাদের প্রাত্যহিক জীবনে হরহামেশায় ব্যবহৃত হয় পলিথিন, যা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। ইথিলিনের পলিমার এই পলিথিন একটি অতি পরিচিত প্লাস্টিক। স্বল্পমূল্য ও সহজলভ্য হওয়ায় পলিথিনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাছ, গোশত, ফলমূল, সবজি থেকে শুরু করে ছোট খাটো সব কেনাকাটাতে পলিথিন যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। এর ক্ষতিকর দিকগুলোর বিষয়ে কোনরকম ভ্রæক্ষেপ না করেই আমরা এর ব্যবহার বহুমাত্রায় বাড়িয়ে চলছি। পলিথিন থেকে নির্গত বায়োফিনাইল ও ডায়োঅক্সিন নামক ক্ষতিকর পদার্থ মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এর প্রভাবে ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে। পলিথিন শুধু মানব শরীরের জন্যই ক্ষতিকর নয়, এটি পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। পলিথিন বা প্লাস্টিক মাটির সাথে মিশে যেতে সময় লাগে প্রায় ৪৫০ বছর। তাই যত্রতত্র ফেলে দেওয়া পলিথিন মাটির সাথে মিশে মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, পানির সাথে মিশে পানি দূষিত করে এবং পলিথিন থেকে নির্গত গ্যাস বায়ু দূষিত করে। তবে পলিথিনের বিকল্প হিসেবে কাপড়ের বা কাগজের অথবা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হলে একদিকে পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা হবে, অন্যদিকে মানব শরীরে ক্ষতিকর রোগ বিস্তার করতে পারবে না। তাই ক্ষতিকর এই পলিথিন থেকে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ জায়গা হতে সচেতন হতে হবে। পাশাপাশি পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন