Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্কাল চুরি বন্ধ হবে কবে?

চিঠিপত্র

বরকত আলী | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়ার পাড়া কবরস্থান থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুনরায় কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উক্ত কবরস্থান থেকে ৪টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। এক সপ্তাহ আগের এক রাতে ৮নং দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর কবর স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ দুইজনের কঙ্কাল চুরি হয়। কঙ্কাল চুরি হওয়া সবগুলো কবরের মাটি ও বাঁশ প্রায় একই কায়দায় সরিয়ে চুরি করা হয়েছে। এর আগেও পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় মৃতদেহ চুরির কয়েকটি ঘটনা শোনা যাচ্ছে। উক্ত ঘটনায় মামলার তদন্তে গত ২০ অক্টোবর দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট ভূল্লিপাড়া এলাকা থেকে মৃত মানুষের ৪টি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাচারের সময় দুই নারীকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ। স্থানীয়দের মতে, এই চক্রটিই মাটিয়ার পাড়া এলাকার কবরস্থান থেকে মৃতদেহের হাড়গোড় চুরি করেছে। চক্রটির দুই সদস্যকে আটক করা হলেও আরও অনেকেই ধরাছোঁয়ার বাইরে আছে এবং এই চক্রটি বিভিন্ন জায়গায় কঙ্কাল ও হাড়গোড় চুরির ঘটনা ঘটাচ্ছে। দেবীগঞ্জ উপজেলায় পরপর এরকম ঘটনায় স্থানীয় মুসলমান সমাজের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাবা-মা, দাদা-দাদী বা নিকটাত্মীয়ের কবর দেওয়ার পর কবর থেকে লাশ চুরির ঘটনা খুবই স্পর্শকাতর এবং মেনে নেওয়ার মতো না। মুসলিম সমাজে জীবিতরা তাদের আত্মীয়-স্বজনদের কবরের কাছে গিয়ে কবর জেয়ারত করাসহ স্মৃতিচারণ করে থাকেন। আর সেই কবর থেকে শেষ স্মৃতি মৃতদেহ চুরির ঘটনায় খুবই মর্মাহত স্থানীয়রা। এ অপরাধের সাথে জড়িত চক্রটিকে দ্রæত সময়ের মধ্যে আটক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।

শিক্ষার্থী, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন