Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দক্ষিণ কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার জসিম মোল্ল্যা ২ সহযোগীসহ র‍্যাবের হাতে গ্রেফতার

কেরানীগঞ্জ( ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের ছদ্ধ বেশধারী আন্ত:জেলা ডাকাত দলের সর্দার জসিম মোল্ল্যা(৩৫) ও তার প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছদ্ধবেশে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত নামা আরো ২/৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত ২ প্রধান সহযোগী হচ্ছে মোঃ জাহিদুল কাজী (২৫) ও মোঃ ইয়াসিন (৩০)।ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক ও বিপুল পরিমাণ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল ৩ টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাবের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা ঢাকা, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের ছদ্মবেশে ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ডাকাত সরদার জসিম মোল্লা শরীয়তপুরের জাজিরা থানায় চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামি। সে পুলিশের পোশাক পরে ভুয়া পুলিশের এস আই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিতো। জসিম মোল্লা জাজিরার মূর্তিমান আতংক ছিল। একটি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি ছিল। জসিম মোল্লা ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে। জসিম মোল্লার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চর দুপুরিয়া গ্রামে এবং তার সহযোগী জাহিদুল কাজির বাড়ি একই জেলা ও থানার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে। অপর সহযোগী ইয়াসিনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মনু ব্যাপারীর ঢালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ