মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক অস্ত্র বানাতে চায় ভারত। এ বিষয়ে রাশিয়াও সম্মতি দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়েছে।
রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, ল্যাভরভ জানিয়েছেন, ‘মঙ্গলবারের বৈঠকে ভারতের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে।’ তিনি বলেছেন, ‘আমরা বিস্তারে কথা বলেছি। সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে কথা হয়েছে। ভারতে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘দুই দেশ তাদের বাণিজ্যিক সহযোগিতা আরো বাড়াতে চায়। মহাকাশ-যাত্রা ও পরমাণু শক্তির ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।’ এমনিতে রাশিয়াকে ভারত প্রচুর ওষুধ রপ্তানি করে। অন্যদিকে, রাশিয়া থেকে ভারত প্রচুর পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র ও অন্য জিনিস কেনে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবার বড় দল নিয়ে রাশিয়া গেছেন। তার সঙ্গে কৃষি, পেট্রোলিয়াম, বন্দর ও শিপিং, অর্থ, রসায়ন ও সার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা গেছেন। জয়শঙ্কর বলেছেন, ‘রাশিয়া বরাবরই ভারতের সহযোগী দেশ। গত কয়েক দশকে আমাদের বন্ধুত্বের খতিয়ান বলে দেবে, দুই দেশ একে অপরকে সবসময় সাহায্য করেছে।’ সূত্র: ইন্টারফ্যাক্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।