Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধিসহ দফায় দফায় গ্যাস, সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের জীবন-যাপন এখন কঠিন হয়ে পড়েছে। তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। রান্নার কাজে বিঘ্ন ঘটছে। গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কৃষি ও শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। সবদিকে যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণ জনগণ যাবে কোথায়? নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের জীবন নির্বাহ করা দূরহ হয়ে পড়েছে। কারণ, তাদের বেতন বা আয় তো বাড়ছে না। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকারকে সবকিছু সহনীয় পর্যায়ে রাখার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। এর জন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানাচ্ছি।

এস.এম.মাঈন উদ্দীন রুবেল
বোয়ালখালী



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন